BY- Aajtak Bangla

কাটফাটা রোদে বাইক চালিয়ে কাহিল, রইল গরমে বাইক চালানোর টিপস

30 April, 2024

গরম পড়লেও সবাইকেই নিজের নিজের কাজ করতে বাইরে বেরোতে হচ্ছে। সবাই নাজেহাল হয়ে তাদের গন্ত্যব্যে যাচ্ছেন।

তবে সবচেয়ে বেশি কষ্ট হয় যারা বাইক চালান তাদের। এই গরমে বাইক চালানো খুবই কষ্টের।

এই সহজ কিছু উপায় মেনে চললেই এই গরমে বাইক চালানো আরও সহজ হয়ে যাবে।

মোটরসাইকেল হোক বা সাইকেলে গিয়ারের চাপে গরম লাগবেই। তাই জল সঙ্গেই রাখুন।

ত্বকে সানস্ক্রিন লাগিয়ে মোটরসাইকেল চালান। এই সময় হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তাই দীর্ঘসময় বাইক নিয়ে রোদে দাঁড়িয়ে থাকবেন না।

কুল্যান্ট বলে এক ধরণের তরল গাড়ির ইঞ্জিন ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এটি লাগিয়ে নিলে গাড়ির তাপমাত্রা অনেকটাই কমে যাবে। 

গরমে বাইকের বিভিন্ন ইলেক্ট্রিকাল পার্ট এবং ব্যাটারির উপর চাপ পড়তে পারে তাতে বাইকের ক্ষতি হতে পারে।

গরমের তীব্রতায় বাইকের টায়ারের অবস্থা খারাপ হয়ে যায়। ফেটে পর্যন্ত জেতে পারে। তাই জোরে বাইক চালাবেন না।

গরমে গাড়িতে কখনও পুরো ট্যাঙ্কি ভর্তি করবেন না। একটু ফাঁকা রাখবেন নাহলে উপচে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

গরমে সবসময় আপানার গাড়ির চেইন পরিষ্কার রাখবেন। পাশাপাশি লুব্রিকেট করুন। বাইক ভাল চলবে।

বাইক চালানোর সময় হালকা সুতির জামা পড়বেন। ফুলহাতা জামা পড়বেন। তাহলে ত্বক ভাল থাকবে। সানগ্লাস পড়ুন, রোদের ঝলকানি থেকে বাঁচবেন।

বাইক চালানর সময় অবশ্যই হেলমেট পড়বেন। মাথাতো রক্ষা পাবেই, রোদের তাপ থেকেও স্বস্তি মিলবে। কিন্তু হালকা হেলমেট পড়ুন।