31th March, 2024
BY- Aajtak Bangla
পুজোতে নিয়মিত ব্যবহার হয়ে থাকে এই দুর্বা ঘাস। এই ঘাস যেমন দেখতে সুন্দর তেমনই হিন্দু ধর্মে এর তাৎপর্যও বিশাল।
বিয়ে, ভাইফোঁটা, জন্মদিন- যে কোনও শুভ অনুষ্ঠানে আর্শীবাদ পর্বে দূর্বা ঘাস ছাড়া চলে না।
কোনও পুজোই দূর্বা ছাড়া হয় না। সবুজ এই দূর্বা ঘাস দেখতেও খুব ভাল লাগে। মনে হয় যেন সবুজ গালিচা বিছানো রয়েছে।
শুধুমাত্র পুজোর কাজেই নয় এই ঘাস ব্যবহার করা যায় স্বাস্থ্যরক্ষার্থেও। যে কোনও যৌন রোগ, লিভারের সমস্যায়, কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহার করা হয় এই দূর্বা ঘাস।
আয়ুর্বেদ অনুসারে, দূর্বা ঘাসের স্বাদ কষা-মিষ্টি। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, পটাসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।
পাকস্থলী, যৌন ও যকৃত সংক্রান্ত রোগের জন্য এই ঘাস বেশ কার্যকর।
প্রস্রাব করার সময় জ্বালাপোড়া খুব সাধারণ সমস্যা, অনেকেরই হয়। এক্ষেত্রে দূর্বা ঘাসের রস খেলে জ্বালাপোড়া কমে যায়।
কারণ দূর্বা ঘাসে উপস্থিত অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য প্রস্রাবের সময় জ্বালাপোড়া কমায় এবং শরীরকে আরাম দেয়।
শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও কাজে আসে দূর্বা ঘাস। দূর্বা ঘাসের মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাস ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়।
অনিদ্রা, স্ট্রেসের সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে। ত্বকের সমস্যা থেকেও মুক্তি দেয় দূর্বা ঘাস।