BY- Aajtak Bangla

কোন বয়সে বাচ্চার কান ফোটানো ভাল? জানাটা দরকার

8th September, 2024

কান ফোটানো যেকোনো দেশের তুলনায় ভারতে অনেক বেশি হয়। ভারতীয় সাংস্কৃতিক প্রতীক হিসেবে খুব অল্প বয়সেই বাচ্চাদের কান ফুটিয়ে দেওয়া হয়।

কান ফুটো করা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানি না। বাচ্চার কান বিধাঁনোর সময় এই বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে মা-বাবাদের।

প্রথমবার, খুব অল্প বয়সেই কান ফুটো করা ভাল। এর মানে হল একটি শিশুর টিটেনাস টিকা দেওয়ার পর কান ফোটানো নিরাপদ।

ভারতের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অনুসারে প্রথম টিটেনাস টিকা ১৪ সপ্তাহে দেওয়া হয়।

তাই, শিশুর বয়স ৫-৬ মাস হলে আপনি শিশুর জন্য কান ফুটো করার পরিকল্পনা করতে পারেন।

কান বিধাঁনোর সময় খুবই গুরুত্বপূর্ণ সঠিক কানের দুল নির্বাচন করা। প্রথমবার কান ফোটানোর সময়, ধাতুর তৈরি কানের দুল যেমন সোনা বা রূপা ব‍্যবহার করা ভাল। এটি শিশুদের কানের জন্য খুবই স্বাস্থ্যকর।

শিশুদের কানের লতি খুব পলা হয়, তাই হালকা রিং বা টেপা দুল পরিয়ে রাখাই ভাল।

আবার অনেকের মতে ১০ বছরের আগে কান ফুটো করা ঠিক নয়। কারণ, শিশুদের কানের বৃদ্ধির কারণে সঠিক জায়গাটি পরিবর্তিত হয়ে যেতে পারে।