22 April, 2024

BY- Aajtak Bangla

কানের লতি বলে দেবে আপনি কেমন মানুষ! এটা দেখলেই চমকে যাবেন

ভিন্ন ভিন্ন মানুষের শরীরে ভিন্ন ভিন্ন শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য হল কানের লতি সংযুক্ত বা অসংযুক্ত।

এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যাদের মধ্যে কারোর কানের লতি সংযুক্ত আবার কারোর অংসংযুক্ত। এই সামান্য শারীরিক বৈশিষ্ট্যই আপনার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে।

যাদের কানের লতি মস্তিষ্কের সঙ্গে যুক্ত সেটি সংযুক্ত কানের লতি ও যাদের কানের লতি ঝুলে থাকে, সেটি অসংযুক্ত কানের লতি।

যাদের সংযুক্ত কানের লতি তারা সম্ভবত দয়ালু, সহানুভূতিশীল, সহজে অন্যের সমস্যা বুঝতে পারে, সহজে সকলের বন্ধু হতে পারে ও সহযোগিতা করে।

যে সকল ব্যক্তির কানের লতি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত তারা জীবনের স্বাভাবিক ছন্দ মেনে চলতে ভালোবাসেন।

এছাড়া পরিবর্তন ও উত্তেজনার চেয়ে ঐতিহ্য ও স্থিতিশীলতাকে মূল্যায়ণ দিতে পছন্দ করেন।

এই ধরনের মানুষেরা সর্বদা সতর্ক থাকে আবেগের দ্বারা ভেসে চলেন না। নিজেকে সব সময় সঠিক ভাবেন। এবং যৌথ পরিবারে থাকতে পছন্দ করেন।

যাদের কানের লতি ঝুলে থাকে সেই সমস্ত ব্যক্তি সাধারণত স্বাধীনচেতা হন, প্রভাবশালী, দৃঢ মনোভাব সম্পন্ন, ঝুঁকি নিতে পারেন, উদার, মুক্তমনা ও মানসিকভাবে শক্তিশালী হন।

এই ধরনের ব্যক্তিরা জীবনে কী চান সেই বিষয়ে স্পষ্ট থাকে। এছাড়া সামাজিক প্রত্যাশা পছন্দ করেন না। ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখতে পছন্দ করেন। সহজে এই মানুষগুলির প্রতি লোকেরা আকৃষ্ট হয়।

এই ধরনের ব্যক্তিরা ব্যক্তিগত সুখকে বেশি গুরুত্ব দেয় কিন্তু নিজের কাছের মানুষদের প্রতি যত্নশীল এবং নিজের জন্য চিন্তা করতে পারেন। তিনি নিজে যা বিশ্বাস করেন সেই পক্ষে ভয়হীন ভাবে দাঁড়াতে পারেন।