BY- Aajtak Bangla
6th August, 2024
জীবনে সফল হওয়ার লক্ষ্যে অবিচল থাকতে হলে প্রকৃতির থেকেও অনেক শিক্ষা নিতে হয়।
প্রকৃতিও আমাদের অনেক কিছু শেখায় আর সেটা যদি শিখতে পারি তাহলে আমাদের সফল হওয়া কেউ আটকাতে পারবে না।
সেরকমই গাছ থেকেও অনেক কিছু শেখা যায়। যা জীবনে সফল হওয়ার জন্য খুব জরুরি।
মাথা উঁচু করে গর্বের সঙ্গে বাঁচতে শিখুন। জীবনে কোনও আক্ষেপ রাখবেন না।
গাছের মত শাখা-প্রশাখা বিস্তার করো নিজের প্রতিভার।
আকাশকে ছোঁয়ার চেষ্টা কর। হার মেনে যেও না।
পরিবর্তনকে সাদরে গ্রহণ করো আর সেভাবেই এগিয়ে চল। সবসময় মাটিতে যেন পা থাকে।
নিজের শিকড়কে কোনওদিন ভুলবেন না। এতে আপনার সফলতা পায়ে চুমু খাবে।
পর্যাপ্ত জল খান এবং অকেজো শাখা-প্রশাখা ছেঁটে দিন।
আত্মবিশ্বাস থাকুন এবং নিজেকে গড়ে তুলতে পিছু পা হবেন না। ভেঙে পড়ার আগে পর্যন্ত মাথা নোয়াবেন না।
আবার নতুন করে শুরু করতে দ্বিধাবোধ করবেন না। সফলতার স্বাদ চেখে দেখুন।