29 AUG, 2023
BY- Aajtak Bangla
রোদে রোজ বের হলে ট্যান পরাটাই স্বাভাবিক। সেই ট্যান থেকে মুক্তির উপায় কিন্তু বেশ সহজ।
যে কোনও অ্যাসিডিক, টক উপাদানই ট্যান তুলতে সাহায্য করে।
টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ট্যান তুলতে সাহায্য করে।
'টমাটোর রস ট্যান তুলতে সাহায্য করে। তবে সরাসরি রস লাগাবেন না। তাতে অল্প জল মিশিয়ে নেবেন।
লেবুর রসও ট্যান তুলতে সাহায্য করতে পারে। জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে নেবেন। খুব বেশি ব্যবহার করবেন না।
স্যালিসাইলিক অ্যাসিড আছে, এমন ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে উপকার পাবেন।
স্ক্রাবিংও উপকারী। সপ্তাহে ২ দিন স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ উঠে যাবে।
রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন, ছাতা, রোদচশমা ব্যবহার করুন।
পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। সময়ের সঙ্গে ধীরে ধীরে ট্যান দূর হবে। একদিনে, রাতারাতি ফল আশা করবেন না।