1 May,, 2024

BY- Aajtak Bangla

AC-র ঠান্ডা কম হচ্ছে? নিজেই এভাবে পরিস্কার করুন

এসি পরিষ্কার শুরু করার আগে বাড়ির পাওয়ার সাপ্লাই বন্ধ করে নিন।

প্রথমে এসির ফিল্টারটা বের করে নিন। এসির ইউনিটে একাধিক ফিল্টার থাকলে, সেগুলোও একে একে বের করে নিন।

একটি টুথব্রাশের সাহায্যে ইভাপোরেটরটি আস্তে আস্তে পরিষ্কার করুন। এতে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। একটি কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিন।

ফিল্টারগুলি পরিষ্কার করতে জলের কল বা ট্যাপের নিচে রাখুন। জলের স্রোতে ফিল্টারগুলি নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে।

ফিল্টারগুলিকে খোলা হাওয়ায় রেখে শুকিয়ে নিন। ফিল্টারগুলো শুকিয়ে গেলে পুনরায় সেগুলোকে এসির ইউনিটে লাগিয়ে দিন।

যে ফিউজ এসি নিয়ন্ত্রণ করে, সেটিকে প্রথমেই বন্ধ করে দিন।

এসির উপরের কনডেনসার ফিনটি ভ্যাকুম করুন। এখান থেকে ময়লা বের করার জন্য সফট ভ্যাকুম যুক্ত অ্যাটাচমেন্ট ব্যবহার করুন।

বাইরের ইউনিটটা আরও ভাল করে পরিষ্কার করতে উপরের গ্রিল ও পাওয়ারের সংযোগ আলাদা না করেই ফ্যানটি সরিয়ে দিন।

জল দিয়ে খালি এয়ার কন্ডিশনার ইউনিটের ভিতরটা পরিষ্কার করে নিন। এবার ইউনিটটি পাখার তলায় রেখে শুকিয়ে নিন। তা হলেই কাজ শেষ।