11 SEP, 2024

BY- Aajtak Bangla

থালাবাসন পরিষ্কার করতে নাজেহাল? একটা আলুতেই হবে ঝকঝকে

স্টিলের থালা বাসন বাড়িতে প্রতিদিন মাজা হয়। তবে সেই বাসন নিয়ে অনেকের মনে খুঁতখুঁতানি লেগেই থাকে।

বাসনের মধ্যে অবাঞ্চিত দাগ, গন্ধ থাকে। সেজন্য অনেকে ব্যবহার করতে পারেন না। অতিথির সামনে বাসনে কিছু দিতে লজ্জা পান।

তবে সামান্য একটা আলু দিয়েই বাসনের অবাঞ্চিত দাগ উঠে যায়। আবার বাসনের মধ্যে ভ্যাপসা গন্ধ থাকলেও তা বিদায় করা সম্ভব। 

সেজন্য প্রথমে একটা আলু ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর তার মধ্যে নুন মাখিয়ে দিন।

এবার বাসনগুলোর মধ্যে আলুর টুকরো ১৫ মিনিট রেখে দিন। তাহলে ভ্যাপসা গন্ধ দূর হবে। 

বাসনের ছোপ দাগ ও গন্ধ দূর করে দেয় ভিনিগারও। বাসনের মধ্যে ভিনিগার দিয়ে মিনিট দশেক রেখে দিন। দাগ ও গন্ধ চলে যাবে। 

কফিও বাসন পরিষ্কারের জন্য খুব ভালো উপাদান। সেজন্য ১ চামচ কফি নিয়ে তা জলে ফোটান। তারপর জলটি গ্যাস থেকে নামিয়ে নিন। 

সেই জলে বাসন ডুবিয়ে রাখুন। মিনিট দশেক জলে বাসন রেখে দিলে ঝকঝক করবে থালাবাটি। 

এছাড়াও বেকিং সোডার সঙ্গে কয়েক চামচ ভিনিগার ও বেলুর রস মিশিয়ে বাসন মাজলে পরিষ্কার হয়।