7 June 23
BY- Aajtak Bangla
বাসনের পোড়া দাগ তুলতে লাগবে বেকিং সোডা এক চামচ, ডিশ ওয়াশ হাফ চামচ, পরিমাণ মতো জল।
যে বাসনটি পুড়ে গিয়েছে তাতে জল ভরুন। যতটা জায়গা পর্যন্ত পোড়া লেগেছে তা জল দিয়ে কভার করবেন।
এবার এই বাসনটি কম আঁচে গ্যাসে বসিয়ে দিন। এবার এতে বেকিং সোডা দিন এক চামচ। আর দিন হাফ চামচ ডিশ ওয়াশ।
৫ মিনিট ফোটানোর পরে ৫ মিনিট রাখুন। পাঁচ মিনিট পর গরম জল অন্য একটি পাত্রে ঢেলে রাখুন।
ঢালার সময় দেখতে পাবেন অর্ধেক পোড়া দাগ জলের সঙ্গে উঠে গেছে।
এবার একটা চামচ বা ব্রাশ নিয়ে বাসনের পোড়া দাগের উপরে ঘষুন। দেখবেন সব পোড়া দাগ মালাইয়ের মত উঠে আসছে।
এবার সামান্য বাসন মাজার সাবান নিয়ে বাসনটি মেজে নিন। তারপর জল দিয়ে ধুলেই দেখবেন নতুনের মত বাসন চকচক করছে।