BY- Aajtak Bangla
27 June 2024
সামনেই আসছে বর্ষা। তাই বর্ষার আগমনে মন শান্ত হলেও মনে একটা আশঙ্কাও থাকে।
বর্ষার সময় বিষধর সাপের উপদ্রব হয় বেশি।
বিষধর সাপের নাম শুনলে অনেকেরই গা শিরশির করে ওঠে। আতঙ্কে অনেকে সাপের ছবি পর্যন্ত দেখেন না।
বর্ষার সময় বিষাক্ত প্রাণীদেরকে না মেরে তাড়ানো রয়েছে বেশ কিছু সহজ ঘরোয়া টোটকা।
সাপ বেশ কিছু জিনিসের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। সেগুলি সকলের হাতের কাছেই থাকে।
তাই বর্ষার আগে থেকেই হাতের কাছে রাখুন বিশেষ গন্ধ যুক্ত জিনিস, যেগুলির গন্ধ পেলেই বাপ বাপ বলে পালাবে বিষধর সাপ।
রসুন ও পেঁয়াজ সব বাড়িতেই মজুত থাকে। অনেকেই জানেন না যে সাপ রসুন ও পেঁয়াজের গন্ধ সহ্য পারে না। এই সময় সাপ তাড়াতে কার্বোলিক অ্যাসিড ব্যবহার করেন।
এছাড়া পুদিনা ও তুলসী পাতা থেকে নির্গত গন্ধও সাপ সহ্য করতে পারে না।
এ ছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।