BY- Aajtak Bangla
15 May 2025
বাজার ছেয়ে রয়েছে আমে। নানা প্রজাতির আম পাওয়া যাচ্ছে।
আম সকলেরই প্রিয় ফল। তাই বাজারে আমের চাহিদা থাকে তুঙ্গে।
তবে আজকাল টাটকা আম পাওয়া সাধ্যের ব্যাপার। বাজারে আমে অনেক সময়ই কেমিক্যাল মেশানো থাকে।
আম কেনার সময় কীভাবে বুঝবেন যে, তাতে কেমিক্যাল মেশানো আছে, রইল ট্রিকস...
যেসব আমে কেমিক্যাল মেশানো থাকে না, সেগুলি কাঁচা-পাকা রঙের হয়।
যে আমগুলির রং বেশি হলুদ, মসৃণ হয়, সেগুলোতে কেমিক্যাল মেশানো থাকে।
যদি দেখেন দোকানে আমের উপর মাছি বসছে না, তা হলে বুঝবেন তাতে কার্বাইড বা ফর্মালিন মেশানো।
কেমিক্যাল মেশানো আমে খুব বেশি গন্ধ থাকে না।