15  September  2024

BY- Aajtak Bangla

এই পাতা শুধু চেবান, কুচকুচে কালো চুল গজাবে বুড়ো বয়সেও, পাকবে না আর 

 শরীর সুস্থ রাখতে শাকসবজি খাওয়া খুবই উপকারী। 

বাজারে নানা ধরনের শাকসবজির মধ্যে অন্যতম কারিপাতা। 

রান্নায় কারিপাতা দিলে স্বাদ আলাদা হয়।

আবার এই কারিপাতা যদি চিবিয়ে খান, তা হলে নানা উপকার পাবেন। 

কারিপাতা চিবিয়ে খেলে চুল লম্বা হয়। চুল পড়া কমে যায়। 

 কারিপাতা চিবিয়ে খেলে শরীরে রোগজ্বালা হবে না। চাঙ্গা থাকবে শরীর। 

ওজন কমাতে চাইলেও রোজ কারিপাতা খেতে পারেন।