BY- Aajtak Bangla

রোজ আদা চিবোলে যা হয়, কল্পনাও করতে পারবেন না

3 July  2025

আদা এমনই একটি উপকরণ, যা রান্নায় লাগেই। তাই আদা আমাদের রোজকার রান্নায় কাজে লাগে। 

আদা

রান্নায় আদা না খেয়ে যদি খালি পেটে কাঁচা আদা চিবোন, তা হলে শরীর হবে একেবারে চাঙ্গা।

আদা চিবোন

বিশেষজ্ঞদের মতে, আদা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আদা খেলে নানা রোগ সেরে যায়।

উপকারী

চিকিৎসকদের মতে, রোজ সকালে খালিপেটে এক কুচি আদা খেলে বদহজমের সমস্যা দূর হয়। আলসারের সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।

১ কুচি আদা

রোজ আদা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেরে যায়। পরিপাকতন্ত্র ভাল থাকে।

কোষ্ঠকাঠিন্য

কাঁচা আদায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। ফলে আদা চিবোলে সর্দি-কাশির সমস্যা সেরে যায়।

সর্দি-কাশি

নিয়মিত আদা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

রক্তচাপ

ওজন কমাতেও কার্যকরী আদা। নিয়মিত আদা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

ওজন

রোজ আদা খেলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমে যায়।

স্ট্রোক