BY- Aajtak Bangla
25 January 2025
প্রায় সকলের বাড়িতেই লবঙ্গ থাকে। রান্নায় লবঙ্গ দিলে স্বাদ বেড়ে যায়।
আবার জ্যোতিষ মতে, লবঙ্গ বেশ শুভ। লবঙ্গের নানা টোটকা মেনে চললে শুভ ফল পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, লবঙ্গ দাঁত এবং মাড়ির জন্য ভাল। লবঙ্গ খেলে নানা উপকার পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, লবঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। লবঙ্গ খেলে হার্টের সমস্যা সারে। . .
নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। ক্যান্সার প্রতিরোধ হয়। . .
বিশেষজ্ঞদের মতে, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ মুখে রাখলে স্বাস্থ্য ভাল থাকে।
রাতে মুখে লবঙ্গ রাখলে হজম প্রক্রিয়া উন্নতি হয়। গ্যাসের সমস্যা কমে। ।
রাতে লবঙ্গ খেলে বমিভাব, বদহজমের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
রোজ রাতে লবঙ্গ চিবোলে শরীর এবং মনের ক্লান্তি দূর হয়। জোশ বাড়ে।