BY- Aajtak Bangla

রোজ রাতে ১ কুচি হলুদ, ব্যস, খেলা শুরু 

23 September 2024

রান্নায় হলুদ লাগেই। হলুদ ছাড়া রান্না প্রায় সম্ভব নয়।

আবার আমাদের ব্যবহারিক জীবনে হলুদ নানা কাজে লাগে।

বিশেষজ্ঞদের মতে, শরীর সুস্থ রাখতে ১ কুচি কাঁচা হলুদ খুবই উপকারী।

 চিকিৎসকদের মতে, নিয়মিত কাঁচা হলুদ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

রোজ সকালে খালি পেটে ১ কুচি কাঁচা হলুদ খেলে শরীর সুস্থ থাকে।

রাতে ঘুমোনোর আগে হলুদ-দুধ খেলেও তাজা থাকবে শরীর।

নিয়মিত হলুদ খেলে গ্যাস-অম্বলের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

হলুদ খেলে মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ে। ব্রেনকে সতেজ রাখে।

কাঁচা হলুদ খেলে ক্যান্সারের ঝুঁকি কমে। ভাল থাকে হার্ট।