BY- Aajtak Bangla

খান এই ছোট্ট ফল, আচ্ছা করে জব্দ হবে ডায়াবেটিস, কমবে থলথলে মেদ

15 April  2024

ডায়াবেটিসের সমস্যায় ইদানীং অনেকেই ভোগেন। আর ডায়াবেটিসের সমস্যা শুরু হলে তাকে বাগে আনা খুব মুশকিল।

ডায়াবেটিসে আক্রান্তদের খাবারে একাধিক বিধিনিষেধ মেনে চলতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এমন কিছু খাবার রয়েছে, যা খেলে বশে থাকবে ডায়াবেটিস।

সেরকমই একটি খাবার হল শাহটুট বা তুঁত ফল। এটি দুর্লভও বটে।

সারাবছর এই ফল পাওয়া যায় না। ১-২ মাস এই ফল পাওয়া যায়। এই ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। 

 তুঁত ফল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিক রোগীদের জন্য ভাল।

 আবার এই ফল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত মেদ ঝরে যায়।

তুঁত ফল খেলে হজম শক্তিও ভাল হয়। স্নায়ু রোগ সারাতেও উপকারী এই ফল।