BY- Aajtak Bangla

এই সবজি খেলেই বাড়বে ভিটামিন D, জেনে নিন

11 July 2025

ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই ভিটামিনের ঘাটতি হলে শরীর বিগড়ে যায়। 

ভিটামিন ডি

ভিটামিন ডি-র অভাব হলে পেশি দূর্বল হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

দুর্বল

রোদে দাঁড়ালে ভিটামিন ডি প্রাকৃতিক ভাবে পাওয়া যায় শরীরে। তবে রোদে দাঁড়ানোর সময় সবসময় পাওয়া যায় না।

রোদ

পুষ্টিবিদদের মতে, এই ৫ সবজি খেলেই শরীরে ভিটামিন ডি বাড়বে।

৫ সবজি

নিয়মিত করলা ভাজা খেলে বা করলা রস খেলে শরীরে ভিটামিন ডি বাড়ে।

করলা

রোজ পাতে রাখুন পালং শাক। নিয়মিত পালং শাক খেলে শরীরে ভিটামিন ডি বাড়ে। . .

পালং শাক

রোজ খান ঝিঙে। এই সবজি খেলে ভিটামিন ডি বাড়ে।

ঝিঙে

পাতে রাখুন কুমড়ো। ভিটামিন ডি বাড়াতে কুমড়ো খুবই উপকারী।

কুমড়ো