BY- Aajtak Bangla

মঙ্গলের দোষ কাটবে রাতারাতি, রোজ খেতে হবে এই মিষ্টি খাবার

22  APRIL, 2025

মঙ্গলের দোষ থাকলে জীবনে নানা বাধার মুখে পড়তে হয়।

মঙ্গলের দোষ

 আবার, মঙ্গল কোষ্ঠীতে ভাল অবস্থানে থাকলে জীবনে উন্নতির জোয়ার আসে।

উন্নতির জোয়ার

অনেকেরই মাঙ্গলিক দোষ রয়েছে। কোষ্ঠীতে মঙ্গল দুর্বল স্থানে থাকলে একের পর এক বিপদ নেমে আসে।

বিপদ

বাস্তু মতে, বাড়িতে কিছু জিনিস রেখে দিলে মঙ্গলের দোষ কেটে যায়।

ঘরে রাখুন এসব

মঙ্গলের দোষ কাটাতে ঘরে রেখে দিন তামার সামগ্রী। 

তামার সামগ্রী

ঘরে মাটির পাত্র রাখলে মঙ্গলের দোষ কেটে যায়।

মাটির পাত্র

বাড়িতে রেখে দিন বার্লি। এতেও মঙ্গলের দোষ কেটে যায়।

বার্লি

মঙ্গলের দোষ কাটাতে রোজ গুড় খান। রোজ গুড় খেলে আপনার শক্তি বাড়বে।

গুড়