BY- Aajtak Bangla

ঘুরতে ফিরতে বিস্কুট খান? শরীরে এসব হবেই, জানুন

25 APRIL, 2025

মাঝেমধ্যেই আমরা বিস্কুট খাই।

বিস্কুট

চায়ের সঙ্গে অনেকেই বিস্কুট খেতে ভালবাসেন।

চা-বিস্কুট

কাজের ফাঁকে অল্প খিদে পেলেও বিস্কুটই আমাদের ভরসা।

অল্প খিদে

তবে রোজ বিস্কুট খাওয়া কি ভাল?

রোজ বিস্কুট খেলে কী হয়

বিশেষজ্ঞদের মতে, বিস্কুট খাওয়া মোটেই ভাল নয়।

ভাল নয়

বিস্কুট ময়দা দিয়ে তৈরি হয়। তাই স্বাস্থ্যকর নয়।

স্বাস্থ্যকর নয়

খালি পেটে বিস্কুট খেলে শরীর খারাপ করতে পারে। গ্য়াস, অম্বলের সমস্যায় ভুগতে পারেন।

গ্যাস-অম্বল