5 SEP, 2024

BY- Aajtak Bangla

দুধ না লিকার, কোন চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া ভালো?

  চায়ের সঙ্গে বিস্কুট খেতে পছন্দ করেন না এমন বাঙালি প্রায় নেই বললেই চলে। চা-এর সঙ্গে যেন বিস্কুট একসঙ্গে গাঁথা।

লিকার হোক বা দুধ চা, প্রায় সবাই চায়ের সঙ্গে বিস্কুট খেতে পছন্দ করেন।  তবে কোন চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া নিরাপদ? লিকার না দুধ?

লিকার চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া ভালো। বিস্কুটের মূল উপাদান হল ময়দা। তাই লিকার চায়ের সঙ্গে খেতে পারেন।

তবে লিকার চায়ে যদি লেবু দেওয়া থাকে তাহলে বিস্কুট এড়িয়ে চলুন। লেবু দেওয়া চায়ের সঙ্গে বিস্কুট খেলে বদহজমের সমস্যা হবে।

দুধ চায়ের সঙ্গে বিস্কুট না খাওয়া উচিত। বেশিরভাগ বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয় পাম তেল। এটি হার্টের মারাত্মক ক্ষতি করে।

দুধ চায়ের সঙ্গে বিস্কুট খেলে শরীরের ক্ষতি হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে।

এছাড়াও বিস্কুটের মধ্যে থাকে সুগার। তাই ডায়াবেটিস রোগীদের চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া ভালো নয়। 

যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান তাদের যে কোনও চায়ের সঙ্গেই বিস্কুট খাওয়া এড়িয়ে চলা উচিত।