BY- Aajtak Bangla

কাঁচালঙ্কা ভাতের সঙ্গে কামড়ে খেলে কী হয়, জেনে রাখুন

4 May 2025

ভাত বাঙালির পছন্দের খাবার। আর ভাতের সঙ্গে অনেকেই কাঁচা লঙ্কা খান । 

ভাত

ভাতের পাতে কাঁচা লঙ্কা কামড়ে না খেলে অনেকেই তৃপ্তি পান না।

কাঁচা লঙ্কা

কিন্তু কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে খেলে শরীরে কী প্রভাব পড়ে, জানা দরকার...

কী প্রভাব

পুষ্টিবিদদের মতে, ভাতের সঙ্গে কাঁচালঙ্কা কামড়ে খেলে নানা উপকার পাওয়া যায়।

উপকার

নিয়মিত ভাতের সঙ্গে কাঁচালঙ্কা খেলে ত্বকের সংক্রমণ কমে যায়। ব্রণর সমস্যা দূর হয়।

ত্বকের সমস্যা

যাঁরা হজমের সমস্যায় ভোগেন, তাঁরা যদি রোজ ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খান, তা হলে উপকার পাবেন। কমবে গ্যাস-অম্বল।

হজমের সমস্যা

তবে যাঁরা পেপটিক আলসারে ভুগছেন, তাঁদের ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা না খাওয়াই ভাল।

কারা খাবেন না

কাঁচা লঙ্কা কামড়ে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

ওজন

 ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। হার্ট ভাল রাখে।

হার্ট ভাল থাকে