BY- Aajtak Bangla

ভাতে লেবু চিপে খেলে এসব হবেই, মাথায় রাখুন 

7 FEB  2025

ভাতের সঙ্গে লেবু থাকেই প্রথম পাতে। 

ভাতের সঙ্গে অন্য খাবার পরিবেশনের আগে লেবু দেওয়া হয়। 

ভাতে লেবু চিপে খান অনেকেই। এতে বেশ লাগে খেতে। 

তবে ভাতের সঙ্গে লেবু চিপে খেলে শরীরে ঠিক কী হয়? আদৌ কি ভাল? .

বিশেষজ্ঞদের মতে, ভাতের সঙ্গে লেবু চিপে খেলে নানা উপকার পাওয়া যায়।

ভাতের সঙ্গে লেবু চিপে খেলে স্ট্রোকের ঝুঁকি কমে।

ভাতের সঙ্গে লেবু চিপে খেলে প্রেসার নিয়ন্ত্রণে থাকে।  

লেবু চিপে খেলে ক্যান্সার প্রতিরোধ হয়।

ভাতের সঙ্গে লেবু চিপে খেলে শ্বাসকষ্টের সমস্যা কমে।