21 April, 2025

BY- Aajtak Bangla

ভাত খাওয়ার সময় এই ভুলগুলির কারণে শরীরে কোনও পুষ্টি পায় না, প্রায় সবাই করেন

প্রতিদিন ভাত খাচ্ছেন ঠিকই, কিন্তু কিছু ভুল অভ্যাসের কারণে শরীর কিছুই নিচ্ছে না! এই ১০টি ছোট ভুল আজই ত্যাগ করুন। না হলে থেকে যাবে পুষ্টির ঘাটতি ও হজমের সমস্যা।

ভাত খেতে বসে যেসব অভ্যাস একদম বাদ দেওয়া উচিত, জেনে নিন

একদম চুপচাপ খাওয়া – খাওয়ার সময় একেবারে নিঃশব্দ থাকলে মস্তিষ্ক খাদ্যগ্রহণের সঠিক বার্তা পায় না।

মোবাইল বা টিভি দেখতে দেখতে খাওয়া – এতে মনোযোগ বিঘ্নিত হয়, ফলে হজম ও পরিপাক ঠিকমতো হয় না।

বসে না খেয়ে হাঁটতে হাঁটতে বা দাঁড়িয়ে খাওয়া – এই অভ্যাসে পাচনতন্ত্র চাপের মুখে পড়ে।

খাওয়ার সময় অতিরিক্ত জলপান – ভাতের সঙ্গে অনেক জল খেলে পাচক রস পাতলা হয়ে যায়, হজমে বাধা সৃষ্টি করে।

গল্প করতে করতে খাওয়া নয় – অতিরিক্ত কথা বললে খাবার ভালোভাবে চিবানো হয় না।

খুব গরম ভাত খাওয়া – জিহ্বা ও গলার ক্ষতি হয়, হজমে সমস্যা তৈরি হয়।

ভাতের সঙ্গে শুধু ভাজাভুজি খাওয়া – পুষ্টির ভারসাম্য থাকে না, ফলত শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না।

নোংরা বা তাড়াহুড়ো করে খাওয়া – মানসিক চাপের মধ্যে খাওয়া হজমের জন্য অত্যন্ত ক্ষতিকর।

খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া – এতে গ্যাস্ট্রিক, অ্যাসিড রিফ্লাক্সের মত সমস্যা হয়।