BY- Aajtak Bangla

এঁচোড়ের ইংরেজি কী? সকলেই যে ভুলটা করেন

15  APRIL, 2025

গরমে যে সবজি খেতে সকলেই মুখিয়ে থাকেন। তা হল এঁচোড়।

এঁচোড়

বাঙালির হেঁশেলে এঁচোড় দিয়ে নানা রকমের সুস্বাদু পদ রান্না করা হয়।

সুস্বাদু পদ

এঁচোড়ের তরকারি খেতে অনেকটা মাংসের মতো লাগে। তাই অনেকেরই প্রিয় হয়।

দারুণ খেতে

 কাঁঠাল থেকেই এঁচোড় পাওয়া যায়। কাঁঠালও খুব পছন্দের সকলের।

কাঁঠাল

কাঁঠালকে আমরা ইংরেজিতে Jackfruit বলে থাকি।

Jackfruit

কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এঁচোড়কে ইংরেজিতে কী বলে...

এঁচোড়ের ইংরেজি কী

অনেকেই এঁচোড়ের ইংরেজি বলতে গিয়ে ভুল করে থাকেন।

অনেকেই ভুল করেন

Jackfruit নয়, এঁচোড়ের সঠিক ইংরেজি হল unripe jackfruit কিংবা raw jackfruit

সঠিক উত্তর