13 SEP, 2024

BY- Aajtak Bangla

মুখ্যমন্ত্রী কতদূর পড়াশোনা করেছেন? বেশিরভাগ লোকই জানেন না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা  নিয়ে নানা ভুয়ো তথ্য সোশ্যায় মিডিয়ায় ছড়িয়ে রয়েছে। তাতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। 

লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিতে হয় প্রার্থীদের।

তাতে আয়, আয়ের উৎস ছাড়াও শিক্ষাগত যোগ্যতা নিয়েও তথ্য দিতে হয়।

২০১৬ সালের বিধানসভা নির্বাচন ও ২০২১ সালে ভবানীপুর বিধানসভার উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা জমা দিয়েছিলেন।

তাতে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি।

২০১৬ সালে যা তথ্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়: ১৯৭০ সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। ১৮৭৪ সালে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক (BA)।

১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে M.A. (১৯৭৯ সালে পরীক্ষা হয়)। ১৯৮০ সালে শ্রী শিক্ষাতন (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে B.Ed, কর্মশিক্ষায় প্রশিক্ষিত।

১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি (LLB)

২০২১ সালে হলফনামায় দেওয়া তথ্য: ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে M.A. (১৯৭৯ সালে পরীক্ষা হয়)।

১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে LLB।