12 June, 2023
টিকটিকির ‘অনুপ্রবেশ’ প্রায় সব বাড়িতেই ঘটে। ঘরের প্রায় সর্বত্র এদের অবাধ বিচরণ! আপাত দৃষ্টিতে টিকটিকিকে নিরীহ গোছের মনে হলেও এটি মারাত্মক বিষাক্ত।
বাড়িকে টিকটিকি-মুক্ত করতে অনেকেই বাজার চলতি রাসায়নিক যুক্ত একাধিক দামি স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু তাতেও তেমন ফল হয় না। তাহলে কী করে বাড়িকে টিকটিকি-মুক্ত করবেন? জেনে নিন...
ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ন্যাপথালিনের বল বা ন্যাপথালিন গুঁড়ো করে ছড়িয়ে দিন। দেখবেন ন্যাপথালিনের কটূ গন্ধে টিকটিকি পালাবে।
ঘরের যে জায়গাগুলোতে টিকটিকির উপদ্রব বেশি, সে সমস্ত জায়গায় ময়ূরের পালক রেখে দিলে টিকটিকি তার ধারে কাছেও ঘেঁষবে না।
ঘরের ভেণ্টিলেটরে বা জানালার কোনাগুলোতে কয়েক কোয়া রসুন রেখে দেখুন। সপ্তাহে অন্তত দুদিন এগুলোকে বদলে দেবেন। রসুনের উগ্র গন্ধে টিকটিকি তার ধারে কাছেও ঘেঁষবে না।
ঘরের যে জায়গাগুলোতে টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ডিমের খোসা রেখে দেখুন। ওই সমস্ত জায়গায় টিকটিকির আর টিকিও দেখা যাবে না।
গোলমরিচ বা শুকনো লঙ্কার গুঁড়ো তিন-চার কাপ জলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এর পর ওই গোলমরিচ বা শুকনো লঙ্কার গুঁড়ো মেশানো জল ঘরের আনাচে কানাচে ছিটিয়ে দিন। দেখবেন টিকটিকি ওই এলাকা ছেড়েই পালাবে!
কিছুাটা তামাকের সঙ্গে সামান্য কফি মিশিয়ে ছোটো ছোট গুলি বা বলের মতো তৈরি করে সেগুলিকে ঘরের কোনায় কোনায় রেখে দিন। দেখবেন এর পরই টিকটিকির উপদ্রব কমে যাবে।
পেঁয়াজের ঝাঁঝাঁলো গন্ধ টিকটিকি মোটেই সহ্য করতে পারে না। তাই ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে কয়েক টুকরো পেঁয়াজ রেখে দিন। দেখবেন, টিকটিকির উপদ্রব কমে যাবে।