12th March, 2025

BY- Aajtak Bangla

৫ মিনিটে চুল শুকনো হবে, মা-কাকিমাদের টিপস

অফিস যাওয়ার তাড়াতে হোক অথবা কোনও অনুষ্ঠান বাড়ি যাওয়ার, শ্যাম্পু করে এসে চুল শোকানোর জন্য হেয়ার ড্রায়ার কম-বেশি সকলেই ব্যবহার করি।

কিন্তু সব সময় হেয়ার ড্রায়ার চুলে ব্যবহার করা একেবারেই ঠিক নয়।

তবে হেয়ার ড্রায়ার ছাড়াও চুল শোকাবে আর তাও ৫ মিনিটে। শিখে নিন সেই উপায়গুলি।

স্নান করার পর অনেকেই চুলে তোয়ালে মাথায় জড়িয়ে নেয়। তোয়ালে দিয়ে চেপে চেপে চুলের জল শুকনো করুন। জোরে জোরে কখনও ঘষবেন না।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

চুল তাড়াতাড়ি শুকনো করার জন্য চুলের জট আগে ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। তাহলে চুলের ভেতরে বাতাস চলাচল করতে পারে আর তাড়াতাড়ি শুকিয়ে যায়।

চুল দ্রুত শুকোনোর জন্য সবার আগে চুলের গোড়া শুকিয়ে নেওয়া প্রয়োজন। কারণ চুলের গোড়াতে বসে থাকা জল শুকোতে অনেকটা সময় লাগে।

এর জন্য চুলের গোড়ার জল ভালো করে শুকিয়ে নিন। তার জন্য পাখার নীচে বসুন। বাড়িতে টেবিল ফ্যান থাকলে আরও ভালো।

পাখার হাওয়ার সামনে চুল রেখে আঙুল দিয়ে চুলের গোড়াগুলো আলতো করে বিলি কাটতে থাকুন।

এর ফলে চুলের গোড়ায় সরাসরি হাওয়া ঢুকবে। আর গোড়া তাড়াতাড়ি শুকোলে বাকি চুল শুকোতে বেশি সময় লাগবে না।