25 September,, 2024
BY- Aajtak Bangla
এক এক জনের দাঁতের গঠন এক এক রকম। তেমনই দাঁতের বিভিন্ন সমস্যাতেও ভুগি আমরা।
বিশেষ করে দাঁতের মাঝে খাবার আটকে যায় অনেকেরই। খোঁচাখুঁচি করলে সমস্যা বড়তে পারে।
খোঁচাখুচি না না করে এভাবে সমস্যা মেটান।
দাঁতের মাঝে খাবার আটকে গেলে, লবণ-জলে কুলকুচি করুন আগে।
রক্ত বেরোলে ধুয়ে বেরিয়ে যেতে দিন।
এর পর ফ্লসিং করুন, ব্যথা হলে ডাক্তার দেখান।
দাঁতে খাবার আটকে গেলে ব্রাশ দিয়ে মেজে বের করতে পারেন।
লবণ-জল বা মাউথ ওয়াশে কুলকুচি করলেও নরম হয়ে বেরিয়ে আসে।
বাড়াবাড়ি হওয়ার আগে ডাক্তার দেখান অবশ্যই।