5 AUGUST, 2024
BY- Aajtak Bangla
প্রেম করার সুফল আছে কুফলও। তবে প্রেম করলে শরীরে একাধিক পরিবর্তন আসে।
প্রেম করলে মস্তিষ্কের নিউরাল রিসেপটরের কার্যকারিতা বেড়ে যায়। ফলে শরীরের কোথাও ব্যথা থাকলে তা কমে যায়।
প্রেমে পড়লে মানুষ একমুখী হয়। যে মানুষটি খুব অগোছালো থাকত, সে হঠাৎ করে জীবন গুছিয়ে নেওয়ার কথা ভাবে। ।
প্রেমে পড়লে ভালোবাসার মানুষটির সঙ্গে যৌন মিলনের আকাঙ্খার চেয়ে বরং আবেগগত মিলনের আকাঙ্খা বেশি কাজ করে।
গবেষণায় দেখা গেছে প্রেমে পড়লে ৬৪% মানুষই যৌনতার চেয়ে বরং আবেগগত মিলনকে বেশি প্রাধান্য দেন।
প্রেমে পড়লে নাকি অনেকের মুখের টেস্ট বদলে যায়। সমীক্ষায় দেখা গেছে, প্রেমে পড়লে জিভের স্বাদ বদলে যায়।
বিবাহিত পুরুষদের বৃদ্ধ বয়সে ডিমেনশিয়া বা আলঝেইমার্স-এর মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। একা থাকা পুরুষদের সেই আশঙ্কা বেশি।
বিবাহিত অথবা কোনও সম্পর্কের মাঝে আছেন এমন নারী ও পুরুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়।
বিবাহিত মানুষদের মনে প্রশান্তি থাকে বেশি। বিষন্নতার প্রথম উপসর্গ হল আত্ম-উপলব্ধি হ্রাস পাওয়া। তাই বিষন্নতা শনাক্ত ও দূর করতে প্রয়োজন একজন সঙ্গীর।