BY- Aajtak Bangla

মা-বাবা-ছেলেমেয়ের একই সাবান? তাহলেই সাবধান!

03 May, 2025

ভারতের প্রায় সমস্ত মধ্যবিত্ত পরিবারে সকলেই একই সাবান ব্যবহার করেন, তবে এতে হতে পারে মারাত্মক ক্ষতি

মারাত্মক ক্ষতি

সাবানে প্রচুর পরিমানে জীবাণু থাকতে পারে। এক গবেষনায় জানা গিয়েছে, সাবানে দুই থেকে পাঁচ রকমের ভাইরাস থাকতে পারে।

ভাইরাস

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাবানে বসে থাকা কিছু জীবাণুর মধ্যে ই. কোলাই, সালমোনেলা এবং শিগেলা ব্যাকটেরিয়া ছাড়াও নরোভাইরাস এবং রোটাভাইরাস এবং স্ট্যাফের মতো ভাইরাস থাকতে পারে।

গোটা পরিবার একই সাবান ব্যবহার করলে তা থেকে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও থাকে। সাবান সবসময়ই ব্যক্তিগত রাখা উচিত।

তবে সাবানের জায়গায় বডি ওয়াশ ব্যবহার করলে অনেকটা উপকার পাওয়া যেতে পারে।

যদি সাবান ব্যবহার করেন, তবে ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নিতে পারেন।

সাবান ব্যবহারের সময় ভালো করে ফেনা তৈরি করাও গুরুত্বপূর্ণ। তাতে বিভিন্ন ব্যাকটেরিয়া দূর হয়।

সাবান ভাগ করে ব্যবহার করাই ভালো কারণ এটি শরীরকে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে সাহায্য করে।