30 November 2023
BY- Aajtak Bangla
ম্যাজিক মনে হলেও এটিই সত্যি। বাজার থেকে কম ডিম কিনেও বেশি পরিমাণে খেতে চাইলে আজই জেনে নিন ১টি থেকে ৩টি ডিম তৈরির সহজ উপায়টি।
এ ম্যাজিক মেনে চললেই পরিবারের ৯ সদস্যর জন্য ৯টি ডিমের প্রয়োজন হবে না আপনার। মাত্র ৩টি ডিম দিয়েই সামলাতে পারেন আপনার রান্নাঘর।
এবার একটি ধারালো ছুরি দিয়ে ডিমটিকে একটু ভারী করে ৩ টুকরো করুন। এবার একটি বড় ফ্রাইপ্যানে দিয়ে দিন পরিমাণমতো তেল।
এবার দেখুন ম্যাজিক। পোজ ডিমগুলো দেখে কেউ বুঝতেই পারবে না। তিনটি নয় একটি ডিম দিয়েই বানানো হয়েছে ৩টি ডিম পোচ। বাড়িতে আজই এ ম্যাজিক ট্রাই করে দেখতে পারেন।