BY- Aajtak Bangla

এভাবে ডিম রাঁধার থেকে না খাওয়াই ভাল! অনেকেই জানেন না

23 September, 2024

ডিম নানাভাবে রান্না করা যায়। সেদ্ধ, পোচ, ওমলেট, স্ক্র্যাম্বেল। 

তবে ঠিক কীভাবে ডিম খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন?

জানলে অবাক হবেন, ডিম রান্নার পদ্ধতির উপর এটি নির্ভর করছে। 

সঠিক পন্থায় ডিম রান্না করলে সেটি আরও পুষ্টিকর হয়। ডিম ভাজার সময়, উচ্চ তাপে রান্না করলে তার ফলে ক্ষতিকর ফ্রি রাডিকেল বাড়তে পারে।

আপনি যেভাবে ডিম রান্না করেন, তার উপর ডিমের পুষ্টি গুণ অনেকটাই নির্ভর করে। এই অতি সাধারণ বিষয়টি কিন্তু প্রায় সকলেই উপেক্ষা করে থাকেন।

জলে ৭-১০ মিনিটের বেশি ফোটাবেন না।  অতিরিক্ত সেদ্ধ করলে ডিমের পুষ্টিগুণ কিছুটা নষ্ট হতে পারে। 

চড়া আঁচে রান্না করলে ডিমের ভিটামিন নষ্ট হয়ে যায়। 

ভিটামিন এ, ভিটামিন ডি অ্যান্টি অক্সিডেন্ট কমে যায়। ফলে ডিমের পুষ্টিগুণ অনেক কমে যায়।

তাই রান্না হতে যতটুকু সময় প্রয়োজন, ততটুকুই করবেন। ভাজা হোক বা সেদ্ধ, মেনে চলুন এই নিয়ম। 

ক্যালোরি মেপে চলার পরিকল্পনা থাকলে সেদ্ধ খাওয়াই শ্রেয়। আর ডিম ভাজলেও কম থেলে ভাজুন।