BY- Aajtak Bangla

ডিমেরও এক্সপায়ারি ডেট হয়, কীভাবে বুঝবেন জানুন

07 April 2025

আপনার ফ্রিজে রাখা ডিম কি এখনও খাওয়ার উপযোগী? জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন!  

ডিম কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়?

অনেকেই ভাবেন, ফ্রিজে রাখলেই ডিম অনেকদিন টাটকা থাকে। কিন্তু আসলেই কি তাই?

ফ্রিজে রাখলে ডিম বেশি দিন ভালো থাকে?

একটি গ্লাসে ঠান্ডা জল নিন। ডিমটিকে তাতে রাখুন। ডুবে গেলে টাটকা, ভেসে গেলে খারাপ!  

ভাসিয়ে দেখে নিন

ডিম ফাটানোর পর যদি গন্ধ অস্বাভাবিক লাগে, তাহলে সেটি খাওয়া উচিত নয়।  

গন্ধ পেলেই সতর্ক হন

ডিম ফ্রিজের ডোরে না রেখে ভিতরের একটি পাত্রে রাখুন, এতে বেশি দিন ভালো থাকবে।

ফ্রিজে রাখার সঠিক পদ্ধতি

সাধারণত ডিম ফ্রিজে ৩-৫ সপ্তাহ ভালো থাকে, তবে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে

তাহলে ফ্রিজে কতদিন রাখা যায়?

যদি কোনো খারাপ গন্ধ না থাকে ও ভাসানোর পরীক্ষায় পাস করে, তবে রান্নায় ব্যবহার করা যেতে পারে।

৫ সপ্তাহ পেরোলেই কি ফেলে দেবেন?

পুরনো ডিম খাওয়ার আগে গন্ধ ও টেক্সচার দেখে নিন,  নয়তো শরীর খারাপ হতে পারে!

সতর্ক থাকুন, সুস্থ থাকুন

এখনই পরীক্ষা করুন এবং সতর্কভাবে সংরক্ষণ করুন।

আপনার ফ্রিজে রাখা ডিম কতদিনের?