9 May, 2024

BY- Aajtak Bangla

ডিমে এই ৪ জিনিস দিয়ে মাখুন, চুল হবে স্পা-এর মতো ঘন-সিল্কি

  ডিম হল সুপারফুড। এতে আছে প্রোটিন, ভিটামিন এবং নানা খনিজ। এছাড়া সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফসফরাসও আছে।

ডিম দিয়ে হেয়ার মাস্ক তৈরি করা যায়। চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল মজবুত হয়, নরম হয়, চুলের ক্ষতি কমে। কীভাবে তৈরি করবেন-

দই- মাথার ত্বক পরিষ্কার করার পাশাপাশি খুশকি দূর করুন। ডিম ও দইয়ের হেয়ার মাস্ক লাগান।  চুল ঘন হয়। 

একটি ডিমে ২ থেকে ৩ চামচ দই মিশিয়ে নিন। ভালোভাবে মেশানোর পর ২০ মিনিট চুলে রেখে ধুয়ে ফেলুন। হয়ে যায়।

নারকেল তেল- চুলের আগার ফাটা ভাব দূর হয়। চুল নরম ও চকচকে হয়। সপ্তাহে একবার চুলে লাগান।

ডিমে কিছু নারকেল তেল মিশিয়ে মিশিয়ে চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগান।  হেয়ার মাস্ক আধ ঘণ্টা রাখার পর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা- চুলের ঘনত্ব বাড়ায়। চুলের বৃদ্ধি হয়। চুল পড়া কমে।

একটি ডিমে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ২৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। 

মধু - মধু চুলের ঔজ্জ্বল্য বাড়ায়। চুল হয় জেল্লাদার। 

এক চামচ মধু ডিমে দিন। এই হেয়ার মাস্ক চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে মাথা ধুয়ে ফেলুন। পার্লারে গিয়ে স্পা করার দরকার হবে না।