BY- Aajtak Bangla

ডিম আগে না মুরগি? সঠিক উত্তরটি অনেকেই জানেন না

21 September 2024

ডিম আগে না মুরগি? যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। এই নিয়ে তর্ক-বিতর্ক বিস্তর।

অনেকে দাবি করেন, ডিম আগে। তারপরে মুরগি। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় ডিম কোথা থেকে এল?

আবার অনেকে মনে করেন, মুরগি আগে এসেছে। সেক্ষেত্রেও প্রশ্ন থাকে, তা হলে মুরগির জন্ম হল কী করে।

তাই ডিম না মুরগি কে আগে এসেছে, এই প্রশ্নের উত্তর নিয়ে সকলেই ঘেঁটে রয়েছেন।

 তবে অবশেষে এই জটিল প্রশ্নের উত্তর দিয়েছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

এক গবেষণায় ওই বিজ্ঞানীরা দাবি করেছেন যে, পৃথিবীতে ডিমের আগে মুরগি এসেছিল। এই নিয়ে তাঁরা ব্যাখ্যাও দিয়েছেন।

 তাঁদের মতে, অতীতে পৃথিবীতে মুরগির কোনও প্রজাতি ছিল না। সেই সময় মানুষের মতোই সন্তান প্রসব করত মুরগি। কয়েক লক্ষ বছর আগে মুরগির পূর্বপুরুষরা ডিম পাড়ত।

তবে অনেক বিজ্ঞানীই এই তত্ত্বকে খারিজ করে দিয়েছেন। ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এবং নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ডিম পাড়া প্রাণীর প্রজাতি সন্তান জন্মদানকারী প্রজাতি থেকে বিবর্তিত হয়েছে।

 তাঁদের মতে, এই ধরনের প্রজাতি উভয় ক্ষেত্রেই সক্ষম ছিল। তারা ডিমও পাড়তে পারে। কিন্তু ডিম পাড়ার বিষয়টি পরে ঘটেছে। তাই তাঁদের মতে মুরগি আগে থেকেই ছিল। যদিও এই দাবির সত্য বলে প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ, এই জটিল প্রশ্নের উত্তর ঘিরে ধন্দ রয়েই গিয়েছে।