BY: Aajtak Bangla 

কাদের ডিম খেলে হতে পারে মারাত্মক ক্ষতি? 

24 APRIL 2023

অনেকেরই প্রিয় ডিম 

  ডিম অনেকেরই প্রিয় খাবারের তালিকায় একেবারে উপরের দিকে থাকে। 

আপনার জন্য ডিম ভাল না খারাপ?

 আপনি কি জানেন, আপনার ডিম খাওয়া ক্ষতিকারক না উপকারী? 

কারা ডিম খাবেন না?   

ডিম কিছু মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। 

ডিম ধীরে ধীরে হজম হয়

যারা হজমের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ভুল করেও ডিম খাওয়া উচিত নয়। 

 ডিমের কুসুম কোলেস্টেরল বাড়ায় 

কোলেস্টেরলের সমস্যা থাকলে ডিম খাওয়া এড়িয়ে চলতে হবে। 

ডায়রিয়া বা পেটের সমস্যা থাকলে

 ডিম শরীর গরম করে, তাই ডায়রিয়া বা পেটের সমস্যা থাকলে ভুল করেও ডিম খাবেন না। 

হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের

 হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ডিম খাওয়া এড়িয়ে চলা উচিত।

উচ্চ রক্তচাপ থাকলে

উচ্চ রক্তচাপ থাকলে, একেবারেই ডিম খাওয়া ভাল না স্বাস্থ্যের জন্য।   

অ্যালার্জির সমস্যা থাকলে 

অনেকের অ্যালার্জি থাকে নানা খাবারে। আপনারও এই সমস্যা থাকলে ডিম কম খাওয়া বা এড়িয়ে চলা ভাল।