BY- Aajtak Bangla
1 FEBRUARY, 2024
ডিম প্রিয় খাবার অনেকেরই। বলা যায়, ডিম নিত্য প্রয়োজনীয় একটি খাবার।
তবে ডিম ভাজার জন্য যে পাত্রে ফেটানো হয়, তাতে আঁশটে একটা গন্ধ থেকে যায়। অনেক চেষ্টা করেও সেই গন্ধ দূর করা যায় না।
জানুন, বাসন থেকে ডিমের গন্ধ দূর করার কিছু ঘরোয়া টোটকা।
কয়েক চামচ আটা বাসনে লাগিয়ে গরম জলে তা কিছুক্ষণ রেখে দিন।
এরপর জল ফেলে তারের জালি দিয়ে ঘষে বাসন মজার সাবান দিয়ে একবার ধুয়ে নিতে হবে। তাহলেই দূর হয়ে ডিমের আঁশটে গন্ধ।
২ চামচ বেকিং সোডা জলে গুলে বাসনটি ডুবিয়ে রাখুন। মিনিট ১৫ মিনিট পরে বাসন মজার সাবান দিয়ে ধুয়ে নিলেই হবে।
২-৩ চামচ নুন ও গরম জল সেই পাত্রে কিছুক্ষণ ঢেলে রাখুন। কিছুক্ষণ পর জল ফেলে লিক্যুইড ডিশওয়াশ দিয়ে পাত্রটি মেজে নিন।
এছাড়াও ভিনিগার দিয়ে বাসন ধুয়ে নিলে ডিমের গন্ধ চলে যাবে।
পাত্রটিতে সামান্য জলের সঙ্গে কফি পাউডার ছড়িয়ে, কিছুক্ষণ পর তা ধুয়ে নিন। এতেই চলে যাবে ডিমের গন্ধ।