BY- Aajtak Bangla
15 January 2025
রান্নার অন্যতম মশলা হল এলাচ। রান্নায় এলাচ দিলে স্বাদ বেড়ে যায়।
আবার জ্যোতিষ মতে, এলাচ খুবই শুভ। যে কারও ভাগ্য বদলে দিতে পারে এলাচ।
এলাচের সহজ টোটকায় সুখে কাটবে জীবন।
একমাস ধরে পকেটে ২টো এলাচ রাখলে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। .
সবুজ কাপড়ে এলাচ বেঁধে বালিশের নীচে রাখলে কর্মজীবনে সাফল্য আসে।
মানিব্যাগে ৫টি এলাচ রাখলে আর্থিক সমস্যা দূর হয়। ।
২টো এলাচ জলে ফুটিয়ে তা স্নানের জলে মেশালে সুখ-সমৃদ্ধি বাড়ে। ।
পরিষ্কার কাপড়ে ৫টি এলাচ বেঁধে তা কোনও গরিবকে দান করলে সুন্দর জীবনসঙ্গী পাওয়া যায়।