17 JULY, 2024
BY- Aajtak Bangla
পুরুষত্ব বাড়বে বহুগুণ, এই ছোট্ট ফলেই হবে বড় ম্যাজিক
ছোট এলাচ খেলে পুরুষত্বহীনতা দূর হয়। এলাচের কামোদ্দীপক বৈশিষ্ট্য রয়েছে।
এটি পুরুষ ও মহিলা উভয়েরই ইচ্ছা বাড়াতে সাহায্য করে।
মেজাজ ঠিক রাখতে ভীষণ ভাবে সাহায্য করে এলাচ। এ ছাড়া শ্বাসকষ্টেও উপকারী এই পথ্য।
এলাচ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, রক্তচাপও নিয়ন্ত্রণ করে এবং রক্তও জমাট বাঁধতে দেয় না।
দাঁতের যন্ত্রণায় এলাচ অত্যন্ত উপকারি। তাই দাঁতের সমস্যা হলে এলাচ মুখে দিলে সেই সমস্যা দূর হয়।
প্রস্রাবের যেকোনও সমস্যায় উপকারী এই উপাদান। মূত্রে জ্বালাপোড়া, মূত্রনালীর সংক্রমণ কমাতে সাহায্য করে এলাচ।
রান্নায় সুগন্ধের জন্য ব্যবহার করা হয় এই ছোট্ট উপাদানটিকে। কিন্তু এর কী কী উপকারী বৈশিষ্ঠ রয়েছে জানেন?
Related Stories
বেশিরভাগ মা-বাবার এই ভুলেই, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়
এই মাছ খেলেই কমবে বয়স, জেনে নিন
বাড়ি থেকে নারকেল গাছ দেখা যায়? ভাগ্যে কী হবে জানুন
খাবার আগে ভুলেও গরম করবেন না এই ৩ খাবার