10 March, 2025

BY- Aajtak Bangla

ইলেকট্রিক বিল কমাতে চান? রইল ১০ টিপস

ইলেকট্রিক বিল কমাতে চান? রইল ১০ টিপস

BY- Aajtak Bangla

LED বাল্ব ব্যবহার করুন: সাধারণ বাল্বের তুলনায় LED ৮০% পর্যন্ত কম বিদ্যুৎ খরচ করে। 

এখন টিউবও LED হয়। প্রয়োজন না হলে বাল্ব বন্ধ রাখার অভ্যাস করুন।

শুধুমাত্র বই-কাগজ পড়ার বা লেখালিখির সময় টিউব জ্বালান। বাকি সময় হাল্কা আলোর LED বাল্ব জ্বালান। খরচও কমায়, দেখতেও ভাল লাগে।

পুরোনো যন্ত্রপাতি বেশি বিদ্যুৎ খরচ করে। এসি, ফ্রিজের মতো মেশিন কেনার সময় স্টার রেটিং দেখে কিনুন।

যখন ব্যবহার না করা হচ্ছে তখন টিভি, কম্পিউটার, এবং চার্জারের মতো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের প্লাগ খুলে রাখুন।

ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখলে অনেক বিদ্যুৎ নষ্ট হয়। তাই এই বিষয়ে বাড়তি সতর্ক থাকুন।

এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির নিয়মিত মেন্টেন্যান্স করুন। এসি সার্ভিস করাতে ভুলবেন না।

পাখার ব্লেড সাফ সুতরো রাখুন। এতে বিদ্যুৎ খরচ সামান্য হলেও কমে।

এসি চালানোর সময় বেশি দরজা খোলা-বন্ধ করবেন না। জানলা-দরজা মোটা পর্দা দিয়ে একেবারে সিল করে রাখুন।

বারান্দা, বাগানের আলোর জন্য সোলার লাইট লাগাতে পারেন। অনলাইনে পাবেন।