26 April,, 2025
BY- Aajtak Bangla
গরমে আরামদায়ক ভাবে বাঁচতে গেলে এসি এখন সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস।
তবে অনেকেই এসি চালানোর পর এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করেন না।
এক্ষেত্রে কি আদেও কারেন্টের বিল ওঠে কিনা এই প্রশ্ন অনেকের মনেই থাকে। জেনে নিন।
এসিতে যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয় তা আর আলাদা করে বলে দিতে হয় না।
এছাড়াও কুলার, পুরোনো পাখা ও হলুদ ১০০ ওয়াটের আলো জ্বালালেও প্রচুর বিদ্যুৎ অপচয় হয়।
একটি এসি এক ঘন্টাতে প্রায় এক ইউনিট বিদ্যুৎ খরচ করে। তবে মেন সুইচ বন্ধ না রাখলে বিদ্যুৎ খরচ হবেই।
কোনও যন্ত্র ব্যবহার করলে ওই যন্ত্রের জন্য ব্যবহৃত বিদ্যুতের ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত কারেন্ট মেন সুইচ অন থাকলে খরচ হয়।
তবে এই অতিরিক্ত বিদ্যুতের খরচ কমাবেন কী করে ? সেক্ষেত্রে যদি একটি বাড়িতে ৪ জন লোক থাকে তবে একটি ঘরে থেকে এসি চালাতে পারেন।