BY- Aajtak Bangla

AC চালালেও হু হু করে কমবে বিদ্যুতের বিল, কাজে লাগান এই ট্রিকস

11 Sep, 2024

শরত্‍ এসে গেলেও, ভ‍্যাপসা গরমে এখনও জেরবার বঙ্গবাসী। ফলে এসি চালাতেই হচ্ছে।

শরতেও মাঝেমধ‍্যেই দেখা যাচ্ছে বৃষ্টির দাপট। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি। ফলে ভ‍্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। তাই সারাদিন চলছে ফ‍্যান, এসি।

সেইসঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিদ‍্যুতের বিল। কিন্তু অনেকেই জানেন না, এসির রিমোটেই থাকে এমন এক লুকানো উপায় যার সাহায‍্যে বিদ‍্যুতের বিল অনেকাংশে কমানো যায়।

বিদ‍্যুতের খরচ কমানোর রয়েছে বেশ কয়েকটি সহজ উপায়। এই কয়েকটি সহজ হ‍্যাক মানলেই বাঁচবে প্রচুর টাকা।

বিদ‍্যুতের বিল বাঁচানোর জন‍্য এসির রিমোটে টাইমার সেট করুন। রাতে এসি চালিয়ে ঘুমোতে যান অনেকেই। কিন্তু তারপর এসি বন্ধ করতে ভুলে যান।

এই ভুল এড়ানোর জন‍্য এসির রিমোটে গিয়ে টাইমার সেট করুন। কিছুক্ষণেই ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনা থেকেই বন্ধ হয়ে যাবে এসি।

গবেষণায় দেখা গিয়েছে যে এসির তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে বিদ্যুৎ খরচ প্রায় ৬% কমে যায়।

AC-র তাপমাত্রা ২৪°C-তে রাখলে, বিদ্যুতের খরচ ২৪% কমে যেতে পারে।

ভালভালে ঘর ঠান্ডা করতে এসি চালিয়ে ভাল করে বন্ধ করে দিন ঘরের সব জানলা দরজা। ঠান্ডা বাতাস যাতে বাইরে না সেটার দিকে খেয়াল রাখা জরুরি। 

নিয়মিত এসি পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এটি আরও ভাল কাজ করবে। ফিল্টারটি পরিষ্কার করুন বা প্রতিস্থাপন করে দিন। এটি বায়ু প্রবাহ বৃদ্ধি করবে এবং সেইসঙ্গে ঘরও ঠান্ডা হবে।