BY- Aajtak Bangla
25 MAY, 2024
মধ্যবিত্ত বাঙালির সংসার মানেই অভাব অনটনের সংসার। মাসের শুরু থেকে বাঙালির 'নেই নেই' বলা শুরু হয়।
তারই মধ্যে এই খরচ বাঁচানো, ওই খরচ বাঁচানো, সে তো লেগেই থাকে।খেয়াল রাখতে হয় কোনও মাসে যেন অতিরিক্ত খরচ না হয়ে যায়।
মাসের খরচ বাঁচাতে বিদ্যুতের কম অপচয় করা খুব কার্যকর। এতে বাড়ির খরচও কম হবে, আবার বিদ্যুতের চাহিদাও কমবে।
এমন কিছু উপায় আছে, যার মাধ্যমে বিদ্যুতের খরচ কমাতে পারবেন বাড়িতে। রইল টিপস।
ওয়াশিং মেশিন, এসি, গিজার, ইত্যাদি ব্যবহারে বেশি ইলেকট্রিক খরচ হয়। এসব জিনিস অনেক ভেবেচিন্তে ব্যবহার করুন।
এই ধরণের বৈদ্যুতিন জিনিস কেনার আগে অবশ্যই ফাইভ স্টার রেটিং দেখে কিনবেন।
টিভি, হিটার, লাইট, ফ্যান ইত্যাদি ব্যবহার না করলে স্যুইচ বন্ধ রাখবেন সব সময়।
মোবাইল বা ল্যাপটপে চার্জ হয়ে গেলে অতিরিক্ত সময় ধরে চার্জ দেবেন না।
ঘর থেকে বেরানোর সময়, লাইট- ফ্যানের সব স্যুইচ বন্ধ করুন অবশ্যই।