10 May,, 2024

BY- Aajtak Bangla

বাজ পড়লে কীভাবে বাচাবে AC-ফ্রিজ? রইল টিপস

গরমের দাবদাহ থেকে মুক্তি মিললেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হচ্ছে নানা জায়গায়। এর মধ্যে ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষতি হতে পারে। 

বজ্রবিদ্যুতের কারণে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা যথেষ্ট। পুরোপুরি নষ্ট না হলেও আংশিক ক্ষতির আশঙ্কা থাকে।

তাহলে কী করে যন্ত্রপাতিগুলি বাঁচানো যেতে পারে? কেনই বা নষ্টের আশঙ্কা থাকে? এই বিষয়ে জেনে নেওয়া যাক বিশদে।

এখন অধিকাংশ বহুতল বা একতল নির্মাণে আর্থিং করা থাকে। আর্থিং বজ্রবিদ্যুতের সময় ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলিকে রক্ষা করে।

কিন্তু আর্থিং সবসময় যথেষ্ট নাও হতে পারে। আর্থিং থাকলেও ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায়।

বিদ্যুতের মধ্যে প্রচুর তড়িৎশক্তি থাকে। যা ইলেকট্রনিক যন্ত্রপাতি শুধু নষ্ট নয়, পুড়িয়েও দিতে পারে। আবার এও সত্যি, বড়সড় ক্ষতি না হলেও অল্পস্বল্প ক্ষতি হতে পারে।

সার্কিট ব্রেকারের উপর অনেকেই ভরসা রাখেন। কিন্তু সার্কিট ব্রেকার যে সবসময় কার্যকরী হবে, তার কোনও অর্থ নেই।

ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচাতে হলে বজ্রবিদ্যুৎ চলাকালীন যন্ত্রপাতির সুইচ অফ করে রেখে দেওয়া। ছোট বা বড় কোনও যন্ত্রপাতিই এই সময় চালানো উচিত নয়।

সুইচের অফের পাশাপাশি নিরাপদ থাকতে প্লাগও খুলে রাখতে পারেন। এতে বিদ্যুৎ প্রবাহের ন্যুনতম সম্ভাবনাও আটকানো যায়।