19 March, 2025
BY- Aajtak Bangla
মাসের শুরুতেই আয় ও ব্যয়ের হিসাব করে বাজেট তৈরি করুন। প্রয়োজনীয় খরচ আলাদা করে রাখুন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
বেশি সুদের হার বা অতিরিক্ত খরচ এড়াতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমান। ক্যাশ বা ডেবিট কার্ড ব্যবহারকে অগ্রাধিকার দিন।
আকর্ষণীয় অফারে বা ডিসকাউন্টে অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না। শপিংয়ে যাওয়ার আগে লিস্ট তৈরি করুন এবং তার বাইরে কিছু কিনবেন না।
অযথা লাইট, ফ্যান বা এসি চালিয়ে রাখবেন না। জলের ব্যবহার নিয়ন্ত্রণ করুন, এতে বিলও কমবে।
রেস্তোরাঁ বা ফুড ডেলিভারির পরিবর্তে বাড়িতে রান্না করুন। মাসে নির্দিষ্ট কয়েকদিন মাত্র বাইরে খাওয়ার পরিকল্পনা রাখুন।
ব্যবহার না করা ওটিটি প্ল্যাটফর্ম, ম্যাগাজিন বা জিম সাবস্ক্রিপশন বাতিল করুন। প্রয়োজনে শুধু প্রয়োজনীয় সাবস্ক্রিপশন রাখুন।
আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন। স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ফান্ড ট্রান্সফার করুন সঞ্চয় অ্যাকাউন্টে।
ব্যক্তিগত গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। অফিস সহকর্মীদের সঙ্গে গাড়ি শেয়ার করুন।
সময়মতো ঋণ শোধ করুন, দেরি হলে জরিমানা দিতে হতে পারে। ঋণের উপর সুদের বোঝা এড়াতে দ্রুত শোধ করুন।
ছোট ছোট আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন, যেমন – প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করা।