21 MAY, 2024
BY- Aajtak Bangla
সন্তানকে ভালোভাবে মানুষ করতে সবাই চান। তবে সব মা-বাবার সেই সাধ পূরণ হয়, কারও হয় না।
তার কারণ হল, সন্তানের শত্রুকে তার মা-বাবা চিনতে পারে না। এমন কতগুলো শত্রু আছে যারা আপনার সন্তানের জন্য ক্ষতিকর।
যদি এই শত্রুগুলোকে বাবা-মা চিহ্নিত করতে পারেন তাহলে সন্তানের ভালো হয়, সে জীবনে সফল হয়, না হলে সন্তানের ক্ষতি হয়।
এই শত্রুগুলোর মধ্যে প্রথম হল, সোশ্যাল মিডিয়া। এখন খুব ছোটো থেকে বাচ্চারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে। এতে বাচ্চার ক্ষতি হয়।
মা-বাবার অজান্তেই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক জিনিস বাচ্চা দেখে বা পড়ে, যে মনের ক্ষতি হয়।
বাচ্চার মনে মনে বিষ ঢোকানোর কাজ করে ভিডিও গেমস। এমন অনেক ভিডিও গেম আছে যেগুলো মারামারি-হানাহানির। সেগুলো খেললে বাচ্চারাও হিংসাত্মক হয়ে ওঠে।
এমন অনেক প্রতিবেশী আছে, যারা আপনার সন্তানের বিপদ ডেকে আনে। তারা আপনার সন্তানকে এমন কথা বলে যাতে তাদের মন বিষিয়ে যায়। সেই সব প্রতিবেশী থেকে সন্তানকে দূরে রাখুন।
সন্তানের বন্ধুদের নিয়েও সচেতন থাকুন। যে সব বাচ্চারা বেশি খরচ করে, বায়না করে, হাতে টাকা নিয়ে ঘোরে সেই সব বাচ্চার থেকে আপনার বাচ্চাকে দূরে রাখুন।
মিথ্যেবাদী কোনও মানুষের সঙ্গে আপনার সন্তানকে মিশতে দেবেন না। তাহলে সেই ব্যক্তির কুপ্রভাব আপনার সন্তানের উপর পড়তে পারে।