BY- Aajtak Bangla

একটুতেই হাঁফিয়ে উঠছেন? রইল গোপন সমাধান

25 Sep, 2024

আজকাল অনেকেই অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যান। একটু সিঁড়ি ভাঙলে কিংবা বাজারের ব্যাগ টানতেই নাজেহাল দশা হয়। 

এসব উপসর্গ কিন্তু ফুসফুসের সমস্যার লক্ষণ হতে পারে। তাই হতে হবে সচেতন।

ফুসফুস ভালো রাখতে সবার আগে ধূমপান ছাড়ূন। কাছাকাছি কেউ ধূমপান করলে চেষ্টা করুন সেই স্থান থেকে সরে আসতে। অন্য কেউ ধূমপান করলে সেই ধোঁয়া নিজে ধূমপান করার থেকে বেশি ক্ষতিকর।

ফুসফুস ভালো রাখতে নিয়মিত বিভিন্ন ধরনের শ্বাসের ব্যায়াম ও যোগাভ্যাস করতে পারেন। নিয়মিত শরীরচর্চা করলে ফুসফুসের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায়। 

 ধনুরাসন, ভুজঙ্গাসন, মৎসাসন, পদ্মসর্বাঙ্গাসন, অর্ধ মৎসেন্দ্রাসন ও পদহস্তাসনের মতো আসন নিয়মিত করলে ফুসফুস ভালো থাকে। 

বাড়িতে ঘরে গাছ রাখুন। গাছ ঘরের পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এছাড়াও ঘরে এয়ার পিউরিফায়ার লাগাতে পারেন।

রঙিন ফল ও সবজি ফুসফুস ভালো রাখতে কাজে আসে। 

ক্যাপসিকাম, টমেটো, কমলালেবু, পালংশাকের মতো সবজিতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। 

এছাড়া স্ট্রবেরি, ব্লুবেরি কিংবা ব্ল্যাকবেরিতে রয়েছে ‘অ্যান্থোসায়ানিন’ নামক উপাদান। 

এই অ্যান্থোসায়ানিন ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

তাই ফুসফুস ভালো রাখতে ডায়েটের দিকেও নজর দিন।