21 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
ঢ্যাঁড়সকে ইংরেজিতে কী বলা হয়? অনেকে নার্সারিতে যা ইংলিশ শিখেছিলেন, সেটাই বলেন। তবে এর আরও একটি ইংরেজি নাম আছে।
ভিন্ডিকে ইংরেজিতে কী বলা হয় তা জানতে গেলে গুগল সার্চ পড়ে যায়।
বেশিরভাগ মানুষ ঢ্যাঁড়স ইংরেজিতে Ladies Finger বলে। তবে এর আরও একটি ইংরেজি আছে।
ঢ্যাঁড়স ভারতীয়রা খুবই খায়। এর তরকারি থেকে ভাজা সবই সুস্বাদু।
ঢ্যাঁড়সের অপর নাম হল okra বা okro।
বেশিরভাগ মানুষেরই Ladies Finger জানা। তবে কোনও বড় রেস্তোরাঁতে গেলে এই সহজ ইংরেজি ব্যবহার হয় না। সেখানে আপনাকে okra-ই বুঝতে হবে।
খাদ্যতালিকাগত ফাইবারের একটি ভাল উৎস ঢ্যাঁড়স, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে, মসৃণ হজমে সহায়তা করে এবং স্বাস্থ্যকর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট বজায় রাখে।