16 MAY, 2025

BY- Aajtak Bangla

ইংলিশ না বাংলা, কোনটা খেলে তুলনামূলক শরীরের কম ক্ষতি হয়? 

ইংলিশ না বাংলা, কোনটা খেলে শরীরের কম ক্ষতি হয়? জেনে নিন কেন বাংলায় ক্ষতি তুলনামূলকভাবে কম 

কম অ্যালকোহল ঘনত্ব: অধিকাংশ বাংলা মদের অ্যালকোহল কনটেন্ট তুলনামূলকভাবে ইংলিশ মদের (হুইস্কি, ভদকা, রাম) চেয়ে কম।

কেমিক্যালের পরিমাণ কম: বাংলা মদে সাধারণত কেমিক্যাল ও সিন্থেটিক অ্যাডিটিভ কম ব্যবহার হয়।

প্রাকৃতিক উপাদান থেকে তৈরি: বাংলা মদের অনেকটাই আসে খেজুর, মহুয়া, চাল বা অন্য প্রাকৃতিক উৎস থেকে, যা শরীরের ওপর অপেক্ষাকৃত কম চাপ ফেলে।

ইংলিশ মদের সঙ্গে উচ্চ ক্যালোরি ও চিনি: অধিকাংশ বিদেশি মদে প্রচুর পরিমাণে ক্যালোরি ও সুগার থাকে, যা ওজন বৃদ্ধি ও লিভার সমস্যার কারণ হতে পারে।

প্রসেসড ও কৃত্রিম ফ্লেভার: ইংলিশ মদে বিভিন্ন ফ্লেভার, প্রিজারভেটিভ ও রঙ মেশানো হয়, যা দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে।

দামে সস্তা বলে মাত্রা নিয়ন্ত্রণ সহজ: বাংলা মদ তুলনামূলকভাবে সস্তা হওয়ায় অনেকেই অল্প পরিমাণে কিনেই সীমাবদ্ধ থাকেন।

সতর্কতা: বাংলা হোক বা ইংলিশ — অতিরিক্ত মাত্রায় যেকোনো মদই শরীরের পক্ষে ক্ষতিকর। নিয়ন্ত্রিত ও সচেতন সেবনই একমাত্র সুরক্ষা।