BY- Aajtak Bangla

ত্বককে টানটান- উজ্জ্বল রাখতে রোজ স্কিনকেয়ার করুন এগুলি দিয়ে 

14 APRIL, 2024

ত্বককে সুন্দর রাখতে আমরা সকলেই পছন্দ করি। সেই কারণে , ত্বকের যত্ন নিতে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি।

টোনার , সিরাম, ময়েশ্চারাইজার দিয়ে স্কিন কেয়ার করলেও এগুলির সঙ্গে আরও বেশ কিছু প্রসাধনী ত্বক রক্ষার জন্য ব্যবহার করা উচিত।

আজকাল বিভিন্ন ত্বকের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী থাকলেও, এই কয়েকটি জিনিস প্রতিটি মানুষেরই ব্যবহার করা উচিত।

মানসিক চাপ ও ব্যস্ততার জন্য প্রায়শই চোখের তলায় কালি পড়ে। তাই রোজ রাতে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। 

ত্বকের সারাদিনের ক্ষয়ক্ষতি সারানোর জন্য প্রতিদিন রাতে নাইট ক্রিম ব্যবহার করুন।

এছাড়াও সানস্ক্রিন ছাড়া একেবারেই বাইরে বেরনো উচিত নয়। সানস্ক্রিন ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাতে সাহায্য করে।

একটি শিট মাস্কের মধ্যে প্রায় ৯% সিরাম থাকে যা, ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তাই সপ্তাহে একটি করে শিট মাস্ক ব্যবহার করুন।

ত্বক টানটান রাখতে ও ত্বকের জেল্লা ধরে রাখতে প্রতিদিন সিরাম ব্যবহার করুন।

এছাড়াও ত্বকের দাগ , ছোপ , বলিরেখা ঢাকতে সিরাম কাজে লাগে। তবে এই সবটাই ব্যবহার করতে হবে আপনার ত্বক অনুযায়ী।